স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমরা থাকতে জুলাই আন্দোলনের খুনিদের বাংলাদেশে কোনো স্থান হবে না।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শহীদ ফারহান ফাইয়াজসহ অন্যান্যদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “দেশ যতক্ষণ না সঠিক পথে এগোচ্ছে, ততক্ষণ তরুণদের আন্দোলন থামবে না।”
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যদি ব্যর্থও হই, ফারহান ফাইয়াজের মতো তরুণরাই দেশকে এগিয়ে নেবে। আমাদের যদি নর্দমায় ফেলে দেওয়া হয়, তরুণ প্রজন্ম ঠিকই নিজেদের পথ খুঁজে নেবে।”
জুলাই আন্দোলনকে ‘গণবিপ্লব’ হিসেবে আখ্যায়িত করে শফিকুল আলম বলেন, “এটা তরুণদের আন্দোলন—এরা বাংলাদেশের ‘গোল্ডেন জেনারেশন’। বাংলাদেশ সত্যিই সৌভাগ্যবান, এমন প্রজন্ম পেয়েছে।”
ফারহান ফাইয়াজ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, হত্যায় জড়িতদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, “ফাইয়াজকে যারা গুলি করেছে, তারা এখনো অহংকারে মুখ খোলে। কিন্তু যতদিন আমরা আছি, এই দেশে তাদের ঠাঁই হবে না। শহীদরাই ভবিষ্যতের পথ দেখায়।”
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, “জুলাই আন্দোলন একটি সম্পূর্ণ অর্গানিক বা স্বতঃস্ফূর্ত বিপ্লব। যদিও এখনো তা কোনো ঘোষণাপত্র বা ইশতেহার না থাকায় পূর্ণাঙ্গ গণবিপ্লবে রূপ নেয়নি।”
তিনি আরও বলেন, “ফাইয়াজ হয়তো নেতৃত্ব দিতে পারেননি, কিন্তু তিনি ছিলেন এই অভ্যুত্থানের প্রতীক। যদি তিনি বেঁচে থাকতেন, শহীদ পরিবারগুলো আজ বিচারহীনতার যন্ত্রণা নিয়ে দিন কাটাত না।”